Monday 23 January 2017

স্মার্টফোনে আগুন লাগার কারণ খুঁজে পেয়েছে স্যামসাং


বিশ্বের সবচাইতে বড় স্মার্টফোন কোম্পানি স্যামসাং তদন্তের পর সোমবার স্বীকার করেছে  ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণে গ্যালাক্সি NOTE 7 মডেলের ফোনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।
গত বছর আগস্টে গ্যালাক্সি নোট সেভেন লঞ্চ হওয়ার পরপরই তাতে আগুন ধরে যাওয়ার বেশ কটি ঘটনা ঘটে।
এক বিবৃতিতে কোম্পানি বলছে , ফোনের সফটওয়ার বা হার্ডওয়ার কোনটিই নয় বরং ব্যাটারি গরম হয়ে গিয়ে তাতে আগুন ধরে যাচ্ছিলো।
ব্যাটারির ডিজাইন এবং নির্মাণেই প্রধান সমস্যা ছিলো।
এই ফোনের ব্যাটারি নির্মাতা স্যামসাং-এর মালিকানাধীন একটি কোম্পানি স্যামসাং এসডিআই এবং চীনা নির্মাতা এমপেরেক্স টেকনোলজি।
গত বছর আগস্টের শেষের দিকে স্যামসাং-এর স্মার্টফোন GALAXY NOTE 7 বাজারে আসার পর বেশ জনপ্রিয় হয়েছিল কাস্টমারদের কাছে।


বলা হচ্ছিলো এটি বাজারের সেরা এন্ড্রয়েড ফোন এবং আই-ফোনের প্রতিদ্বন্দ্বী হবে।
কিন্তু বাজারে ছাড়ার পরপরই এই ফোনে আগুন ধরে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
বেশ কয়েকটি ঘটনার পর কোম্পানিটি এর বিক্রি বন্ধ করার ঘোষণা দেয় এবং বিশ্ব বাজার থেকে ২৫ লাখ ফোন প্রত্যাহার করে নেয়।
এতে করে ৫০০ কোটি ডলারের লোকসান হয়েছে দক্ষিণ কোরিয়ার এই মোবাইল  কোম্পানি নির্মাতার
ফোনটিতে আগুন ধরে যাওয়ার পর মার্কিন অ্যাভিয়েশন অথরিটি এবং বেশ কয়েকটি বিমান কোম্পানি এই মডেলের সেট নিয়ে বিমানে ওঠা নিষিদ্ধ করে দেয়।
তবে কিছু ক্রেতা এখনো এটি ব্যবহার করে যাচ্ছেন বলে জানা গেছে।


No comments:

Post a Comment

Nokia 5 Android

Nokia 5 Android Mobile Phone      ৳17,500 OS: Android 7.0 (Nougat) Processor: Octa-core 1.4 GHz Cortex-A53 Display: 5.2” IPS LCD ...