Saturday 21 January 2017

ফ্রীল্যান্সিং এ জিরো থেকে হিরো- কাজ শিখবেন যেভাবে?

SEO- Search Engine Optimizaiton :

1.SEO কি?

এর মানে হচ্ছে- Search Engine Optimizaiton.  একটি ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টে কিভাবে নিয়ে আসা যায় সেই টেকনিক। এসইও কি সেটা জানতে এই ভিডিও দেখতে পারেন।
এসইও শেখার জন্য বেসিক কম্পিউটার এবং ইন্টারনেট চালাতে পারলেই  চলে।

2.ভবিষ্যৎ কেমনঃ

প্রচুর কাজ পাওয়া যায় অনলাইনে। ভাল মানের উপার্জন সম্ভব। এর চাহিদা দিন দিন অনেক বেড়েই চলছে। চাকরির পাশাপাশি এর মাধ্যমে নিজের জন্য ব্যাবসা করার ও সুযোগ রয়েছে।

3.শেখা থেকে কাজ করা পর্যন্ত কত দিন সময় লাগতে পারে?

১ মাসে পুরো কনসেপ্ট এবং টুলস গুলোর ব্যাবহার শেখা সম্ভব। এর পরে আরো ২-৩ মাস কঠিন প্র্যাক্টিস করলে মোট ৬ মাসের মধ্যে নিজেকে খুব ভাল একটি পজিশনে নিয়ে যাওয়া যায়।

4.কিভাবে শিখতে পারি?

ইন্টারনেটে প্রচুর টিউটোরিয়াল রয়েছে শেখার জন্য। সার্চ করে শিখতে পারেন। এছাড়াও কোন প্রতিষ্ঠানে কোর্স করে শেখা যায় 

No comments:

Post a Comment

Nokia 5 Android

Nokia 5 Android Mobile Phone      ৳17,500 OS: Android 7.0 (Nougat) Processor: Octa-core 1.4 GHz Cortex-A53 Display: 5.2” IPS LCD ...