Monday 23 January 2017

Bangladesh miss 20 catch in this tour

একের পর এক ক্যাচ উঠেছে আর তা ভূমিশয্যা নিচ্ছে! বাংলাদেশের ফিল্ডারদের হাত গলে ক্যাচ ফসকানোর দৃশ্য নিয়মিত দেখা গেছে নিউজিল্যান্ড সফরজুড়েই। তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টে সহজ-কঠিন মিলিয়ে গোটা বিশেক ক্যাচ হাতছাড়া তো বাংলাদেশ করেছেই। হতাশার সিরিজ শেষ। চলছে ব্যবচ্ছেদ। কারণ অনুসন্ধান। ক্রিকেটের সেই আপ্তবাক্যটা নিশ্চয়ই জানেন—ক্যাচ মিস তো...?
কেচ ধরতে অনেক কষ্ট লাগে
দুই টেস্টে গোটা দশেক মিস  হয়েছে 

সীমিত ওভারেও সীমাহীন বাজে ফিল্ডিং
টি-টোয়েন্টিতে তুলনামূলক কম ক্যাচ পড়েছে। সিরিজের শেষ টি-টোয়েন্টি উইলিয়ামসনের দুটি ক্যাচ হাতছাড়া হলেও সেটি অবশ্য ম্যাচে খুব একটা প্রভাব ফেলেনি।

হতাশ তামিমও

ম্যাচে ক্যাচ হাতছাড়া হতেই পারে। কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা যেভাবে একই ভুল বারবার করেছেন, কাঠগড়ায় তাঁদের তুলতেই হবে। এই ব্যর্থতা ও স্পর্শ করছে ক্রাইস্টচার্চে বাংলাদেশের অধিনায়ক তামিমকেও, ‘আমরা যখন দেশে খেলি, এটা কোনোভাবে সামলে নিতে পারি। একটা ক্যাচ হাতছাড়া করলেও কন্ডিশন হতে পারত আমাদের পক্ষে । কিন্তু যখন বিদেশে এসে খেলি, একটা ক্যাচও ছাড়া উচিত হয় না। আমরা তো ওদের মতো এত সুযোগ তৈরি করতে পারব না। আমাদের বোলারদের একটা সুযোগ তৈরি করতে অনেক চেষ্টা করতে হয়। ৭০ শতাংশ ক্যাচ ধরতে পারলেও ফল অন্য রকম হতো ।

No comments:

Post a Comment

Nokia 5 Android

Nokia 5 Android Mobile Phone      ৳17,500 OS: Android 7.0 (Nougat) Processor: Octa-core 1.4 GHz Cortex-A53 Display: 5.2” IPS LCD ...