Sunday 5 March 2017

ফেসবুকে আসছে ডিসলাইক বাটন!


পৃথিবীর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক পোস্টে লাইক বাটন আছে  কিন্তু ফেসবুকে ডিসলাইক বাটন নেই। এই বাটন যুক্ত করতে ফেসবুককে প্রতিনিয়তই অনুরোধ জানিয়ে আসছে ব্যবহারকারীরা । এবার বুঝি ফেসবুক তাদের ব্যবহারকারীদের অনুরোধ শুনলো। ফেসবুকে আসছে ডিসলাইক বাটন। কিন্ত তা মেসেঞ্জারে।

শিগ্রই মেসেঞ্জারে নতুন রিঅ্যাকশন বাটন চালু করতে যাচ্ছে। এই বাটনের সঙ্গে যুক্ত হচ্ছে ডিসলাইক বাটন।  বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারে এখন লাইক বাটন চালু আছে। এই বাটনে  ডিসলাইক বাটন চালু করতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক।

 শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ইমোটিকনগুলো। সম্প্রতি এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,প্রায় ৩০ হাজার কোটি রিঅ্যাকশন এর মধ্যে প্রায় ১৭৯ কোটিরও বেশি ব্যবহারকারীই কেবল লাভ রিঅ্যাকশন ব্যবহার করেছ।

তবে ঠিক কবে নাগাদ এই বাটনটি চালু হবে সে বিষয়ে পরিস্কার করে ফেসবুক কিছু জানায়নি। এটি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন 

No comments:

Post a Comment

Nokia 5 Android

Nokia 5 Android Mobile Phone      ৳17,500 OS: Android 7.0 (Nougat) Processor: Octa-core 1.4 GHz Cortex-A53 Display: 5.2” IPS LCD ...